বনগতা গুহা -শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক
২৬।অলিপর্বা ঐ বৃক্ষে কেন আশ্রয় নিয়েছিল ?
উঃ-কারণ ঐ বৃক্ষের শাখা গুলি ছিল বৃহত ও ঘনপল্লবে পরিপূর্ণ যেখানে সে কারো দৃষ্টিগোচর হবে না।
২৭।ততো...............বিশালঃ............বর্ততে স্ম।
উঃ-নাতিদূরে,শিলোচ্চয়ো।
২৮।পর্বতের শিখর দেশ কেমন ছিল?
উঃ-“ঋজূন্নতস্য” বা খাড়া ও উঁচু ফলে মানুষের পক্ষে ছিল দুর্গম।
২৯।চোরেরা কোথায় অবতরণ করল?
উঃ-খাড়া ও উঁচু পর্বতের পাদদেশে।
৩০।অলিপর্বা চ তান্ গনয়িত্বা .....................অজানাৎ।
উঃ-বিংশতিদ্বয়মেতান্।
৩১।চোরেরা ঘোরা থেকে নেমে ঘোরা গুলিকে কি করেছিল?
উঃ-চোরেরা নিজের নিজের ঘোড়া গুলিকে দৃঢ গুল্মশাখাতে বাধল,ঘোরাগুলির লাগাম খুলে দিল এবং কণ্ঠে ধান্যসূতা বেঁধে দিল।
৩২।ঘোরার পিঠে থাকা বস্তাগুলি দেখে অলিপর্বার কি মনে হয়েছিল?
উঃ- বস্তাগুলির ভার দেখে অলিপর্বার মনে হয়েছিল সেগুলি ‘রজতমহারজতাভ্যাং’অর্থাৎ রূপা-সোনায় পূর্ণ।
৩৩।অথ সর্বেহপি তে স্ব স্ব ...........................আদদিরে
উঃ-পর্যাণগোণীঃ ।
৩৪।অলিপর্বা কাকে,কেন নায়ক ভেবেছিল?
উঃ-চল্লিশজন চোরের মধ্যে বিশিষ্ট আকার যুক্ত বা পৃথক বৈশিষ্ট সম্পন্ন একজন কে আলিপর্বা নায়ক ভেবেছিল।
৩৫।দস্যুসর্দার প্রথমে কি করল?
উঃ-পাহাড়ের সম্মুখে গেল এবং গুহার দরজা খোলার মন্ত্র পড়ল।
৩৬।দস্যু সর্দার কখন গুহাতে প্রবেশ করল?
উঃ-সকল অনুচরকে প্রবেশ করতে দেখে সেই প্রধান নিজে প্রবেশ করল।
৩৭।দস্যু সর্দার প্রথমে পদ্যপাঠ করা মাত্র কি হয়েছিল?
উ:-“দ্বারমেকমপাবৃতম” অর্থাৎ একটি দরজা খুলে গেল।
৩৮।গুহার দরজা খুলে গেলে কি দেখা গেল?
উঃ-গুহার ভিতরে যাওয়ার পথ প্রকাশিত হল।
৩৯।দস্যু সর্দার গুহাতে প্রবেশ করলে দরজাটি কি অবস্থায় ছিল?
উঃ-দরজাটি স্বয়ং বন্ধ হয়ে গেল।
৪০।দ্বারং চ স্বত এব.............।
উঃ-সংবৃতম্।
৪১।সঃ চিন্তয়ামাস –সঃ পদের দ্বারা কে উদ্দিষ্ট?সে কি চিন্তা করেছিলেন?
উ:-সঃ পদের দ্বারা অলিপর্বা উদ্দিষ্ট।অলিপর্বা চিন্তা করেছিল,সে যদি গাছ থেকে নেমে গৃহাভিমুখে যাত্রা করে আর সেই সময় দস্যুরা গুহা থেকে বেরিয়ে পরে তাহলে তার প্রাণসংশয় ঘটতে পারে।
৪২।দস্যুরা গুহা থেকে না বেরোন পর্যন্ত আলিপর্বা কোথায় ছিল?
উঃ-ওই বৃক্ষশাখাতেই বসে ছিল।
৪৩।অলিপর্বা গুহা থেকে প্রথমে কাকে বের হতে দেখে?
স্থান - ভাতার বাজার , বলগনা বাজার এবং আমারুণ বাজার
উঃ-দস্যু সর্দারকে।
৪৪।দস্যু সর্দার বেরিয়ে এসে কি করল?
উঃ-দস্যু সর্দার দরজার কাছে দাঁড়িয়ে সকল সহচরদের বেরিয়ে আসতে দেখে দরজা বন্ধের মন্ত্র পড়ল।
৪৫।অলিপর্বা গুহার দরজা খোলা ও বন্ধের মন্ত্র কিভাবে শিখল?
উঃ-প্রথমে অলিপর্বা মন্ত্র দুটি এক এক করে স্পষ্ট ভাবে শুনল এবং মনে মনে আবৃতি করে মুখস্ত করল।
৪৬।গুহার দরজা বন্ধ করে চোরেরা কি করল?
উঃ-চোরেরা নিজের নিজের ঘোরায় আরোহণ করে চলে গেল ।
৪৭।চোরেরা চলে গেলেও অলিপর্বা কি ক রল?
উঃ-অলিপর্বা ঐ গাছেই বসে ছিল।
৪৮।চোরেরা চলে গেলেও অলিপর্বা গাছ থেকে নামেনি কেন?
উঃ- কারণ আশঙ্কা করেছিল যে তার চলে যাওয়ার পূর্বেই যদি ভুলে যাওয়া কোন বস্তু নেওয়ার জন্য কোন চোর ফিরে আসে তবে দেখা মাত্র তাকে বন্দি করবে।
৪৯।“পশ্যামি তাবৎ” বক্তা কে?সে কি দেখতে চেয়েছিল?
উঃ-বক্তা অলিপর্বা।সে দেখতে চেয়েছিল সে দড়জা খোলার মন্ত্র পাঠ করলে দড়জা খোলে কিনা।
৫০।অলিপর্বা গাছ থেকে নেমে কোথায় গেল এবং সেখানে কি করল?
উঃ-অলিপর্বা গাছ থেকে নেমে লতা-গুল্মের মধ্যদিয়ে পাহাড়ের সম্মুখে গেল।এবং গুহার দড়জা খোলার মন্ত্র পাঠ করল।
৫১।গুহার ভিতরে প্রবেশ করে অলিপর্বা কি দেখল?
উঃ-অলিপর্বা দেখল চারিদিকে ছরিয়ে থাকা রাশিকৃত খাদ্যদ্রব্য,চিন দেশীয় দামিদামি রেশমী বস্ত্র এবং সোনা-রূপার মোটা মোটা বাট।
৫২। অলিপর্বা কতগুলি সোনা ভর্তি বস্তা নিয়েছিল?
0 মন্তব্যসমূহ