১।বনগতা গুহা গল্পের উৎস লেখ?
উঃ-সহস্র এক আরব্য রজনী এর অন্তর্গত “আলিবাবা ও চল্লিশ চোর” এর সংস্কৃত অনুবাদক শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক রচিত গ্রন্থ “চোরচত্বারিংশী কথা”।
২।বনগতাগুহা গল্পের লেখকের নাম বল?
উঃ-শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক।
৩।তোমাদের পাঠ্য বনগতাগুহা গল্পে কোন দেশের নাম পাওয়া যায়?
উঃ-পারস্য দেশের।
৪।কশ্যপ ও অলিপর্বার মধ্যে কোন সম্পর্ক ছিল?
উঃ-সহোদর ভ্রাতা।
৫।কশ্যপ ও অলিপর্বা কোথাই বসবাস করতেন?
উঃ-পারস্য দেশের এক নগরে।
৬।কশ্যপ ও অলিপর্বার পিতার অবস্থা কেমন ছিল
উঃ-‘নাতিপ্রভূতধনো’ অর্থাৎ প্রভূতরূপে ধনবান ছিলেন না।
৭।কশ্যপ ও অলিপর্বার পিতা কখন নিজের ধন দুই পুত্রকে সমান ভাগে ভাগ করে দেন?
উঃ-নিজের মৃত্যুকে সন্নিহিত দেখে।
৮।কশ্যপ ও অলিপর্বার পিতা নিজের ধন দুই পুত্রকে কেন সমান ভাগে ভাগ করে দেন?
উঃ-যাতে করে দুই ভাই সমান অর্থ উপার্জন করতে পারে।
৯।কশ্যপ কীভাবে ধনি হয়েছিল?
উঃ-শহরের এক মহাধনবানের কন্যাকে বিবাহ করে।
১০।কশ্যপ কীভাবে কাল কাটাতে লাগল?
উঃ-“বিবিধৈশ্চঃ বিলাসৈঃ” অর্থাৎ নানা প্রকার বিলাস দ্রব্য সহ।
১১।কশ্যপের কাছে কোন ধরনের বস্তু কেন দূরে থাকত না?
উঃ-“প্রভূতধনত্বৎ” অর্থাৎ অনেক সম্পদ থাকার জন্য ‘ঈপ্সিত’কোন বস্তু।
১২।অলিপর্বার শ্বশুরের অবস্থা কেমন ছিল?
উঃ-অলিপর্বার মতই ‘অল্পমেব বিত্তমাসীৎ’ অর্থাৎ সামান্য কিছু অর্থ ছিল।
১৩।অলিপর্বা কেমন গৃহে বাস করত?
উঃ-একটি ‘নিঃশ্রীক উটজে’ বা শ্রীহীন বা লক্ষীহীন কুটীরে ।
১৪।অলিপর্বা কি ভাবে স্ত্রীপুত্রদের পালন করতেন?
উঃ-মহত কষ্টের দ্বারা।
১৫।‘কলত্রাপত্যানি’ শব্দের অর্থ কি?
উঃ-স্ত্রী-পুত্রসহিত।
১৬।অলিপর্বা প্রতিদিন কখন কোথায় কি জন্য যেতেন?
উঃ- অলিপর্বা প্রতিদিন সকালে বনে যেত জ্বালানি কাঠ ছেদনের জন্য।
১৭।“বিপিনং ব্রজতি” এখানে ‘বিপিনং’ শব্দের অর্থ কি?
উঃ-বন।
১৮।কাটা কাঠ গুলি অলিপর্বা কয়টা গাধার পিঠে চাপাত?
উঃ-তিনটি।
১৯।আলিপর্বা কিভাবে জীবিকা অর্জন করত?
উঃ-প্রতিদিন সকালে অরণ্যে গিয়ে জ্বালানি কাঠছেদন করে সেগুলি গাধার পিঠে চাপিয়ে নগরে নিয়ে এসে বিক্রি করে সংগৃহিত অর্থ দ্বারা।
২০।‘ছিন্নমিন্ধনং’ ইন্ধনং শব্দের অর্থ কি?
উঃ-জ্বালানি কাঠ।
২১।একদিন কাষ্ঠছেদনান্তে অলিপর্বা কি দেখল?
উঃ-অলিপর্বা দূর আকাশে পাংসু পটল বা পাণ্ডুবর্ণের আচ্ছাদন দেখল
২২।পাংসুপটলের দিকে দৃষ্টি রেখে অলিপর্বা কি জানল?
উঃ-আলিপর্বা জানল সেগুলি ‘রজস্তোমঃ’ বা ধূলীজাল।
২৩।ধূলিজাল আকাশে উত্থিত হওয়ার কারণ কি বলে অলিপর্বার মনে হয়েছে?
উঃ-দ্রুতগতিতে আসা অশ্বারোহিদের অশ্বের পদবিক্ষেপের ফলে ধূলিজাল আকাশে উত্থিত হচ্ছিল।
২৪।অলিপর্বা অশ্বারোহিদের কি ভাবল এবং কেন?
উঃ-অলিপর্বা অশ্বারোহিদের দস্যু ভাবল কারণ ঐস্থানে রাজপুরুষেরা আসতেন না।
২৫।চোরদের নিকটে আসতে দেখে অলিপর্বা কি করল?
উঃ-দ্রুততার সঙ্গে নিকটবর্তি একটি মহীরূহে আরোহন করল
0 মন্তব্যসমূহ